কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গার্মেন্টস পণ্যের আড়ালে বাবা-ছেলের মদের ব্যবসা

www.ajkerpatrika.com নারায়ণগঞ্জ প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ২১:০৬

টিভি, গাড়ির পার্টস ও গার্মেন্টস পণ্যের আড়ালে শুল্ক ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করছিল একটি চক্র। চক্রটির মূল হোতা আজিজুল ইসলাম ও তাঁর দুই ছেলে আহাদ ও আশিক। শনিবার প্রায় ৩৭ কোটি টাকা মূল্যের প্রায় ৩৭ হাজার বোতল বিদেশি মদ ও কোটি টাকা মূল্যের দেশি ও বিদেশি মুদ্রাসহ আহাদ ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।



নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ এবং বিপুল পরিমাণ নগদ দেশি এবং বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। 



গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল আহাদ (২২), মো. নাজমুল মোল্লা (২৩) ও মো. সাইফুল ইসলাম (৩৪)। 



আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও