কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাইরের লিগে খেলার অনুমতি পাচ্ছেন কোহলিরা!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১৬:১৫

আইপিএলের বাইরে ভারতীয় ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলা নিয়ে বেশ কড়া ভারতীয় বোর্ড। দেশের বাইরে আর কোনো ক্লাব ক্রিকেটে খেলার অনুমতি পান না বিরাট কোহলি, রোহিত শর্মারা। 


এ বিষয়ে ভারতীয় ক্রিকেটারদের চাপা ক্ষোভও ছিল বৈকি, অতীতে বিসিসিআইয়ের কাছে অনুরোধও জানিয়েছেন অনেকে। তবে ভাগ্যে শিকে ছেঁড়েনি সেবার। তবে এবার ছবিটা বদলে যেতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, আইপিএলের পাশাপাশি বিদেশি টি-টোয়েন্টি লিগেও খেলার অনুমতি পেয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকারা।



সব আলোচনা মূলত দক্ষিণ আফ্রিকায় আসন্ন টি-টোয়েন্টি লিগকে ঘিরে। সেই লিগের ছয় দলের মালিকানা কিনেছে আইপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজির মালিক। তারা হলেন মুম্বাই ইন্ডিয়ান্সের মুকেশ আম্বানি, চেন্নাই সুপার কিংসের এন শ্রীনিবাসন, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালসের পার্থ জিন্দাল, লখনউ সুপার জায়ান্টসের মনোজ বড়াল আর রাজস্থান রয়্যালসের মালিকদের দল। তাদের অন্তর্ভুক্তির কারণে দক্ষিণ আফ্রিকার লিগকে ‘মিনি আইপিএলও’ ডাকতে শুরু করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও