কাগজে মোড়ানো কাটা পা উদ্ধার
কিশোরগঞ্জের তাড়াইলে মানুষের একটি কাটা পা উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে দিগদাইড় ইউনিয়নের করাতি মুচি বাড়ির সামনের সড়কের পাশ থেকে এই পা উদ্ধার করা হয়। পাটি গজ ব্যান্ডেজের কাপড় লাগানো এবং কাগজে মোড়ানো ছিল।
তাড়াইল থানার ওসি মো. জয়নাল আবেদীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়কের পাশে প্লাস্টিকের কাগজে মোড়ানো কাটা পা পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ গিয়ে পা-টি উদ্ধার করে নিয়ে আসে। তিনি আরও জানান, কাটা পায়ে হাসপাতালের গজ ব্যান্ডেজের কাপড় লাগানো রয়েছে৷ এটি বেশ কয়েকদিন আগের হওয়ায় পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। অস্ত্রোপচারের মাধ্যমে কারও ফেলে দেওয়া পা হতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি বলেন, আমাদের জানা মতে এ এলাকার কেউ নিখোঁজও নেই। কোন জায়গা থেকে কোন মারামারির খবরও আসেনি।
ওসি মো. জয়নাল আবেদীন সরকার আরও জানান, পুলিশ কাটা পা টির সুরতহাল করেছে। এটা পুরুষের পা। একটা মরদেহের যেভাবে ময়নাতদন্ত করা হয় এটারও ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।