সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তাশকিরা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত শনিবার রাত ১২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূর একই গ্রামের বনজীবি ইসমাইল হোসেনের স্ত্রী। তাঁদের দুই সন্তান রয়েছে। অনৈতিক সম্পর্কে সম্মত না হওয়ার জেরে প্রতিবেশী সাহেব আলী হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়দের দাবি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রতিবেশী সাহেব আলীর মা ফতেমা বেগমকে আটক করেছে।
নিহতের ভাই আব্দুল্লাহ বাবু জানান, কাজের জন্য ভগ্নিপতি বাইরে থাকায় ৫ ও ৩ বছর বয়সী দুই ছেলে নিয়ে তাশকিরা নিজ বাড়িতে ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাত নাম পরিচয়ের দুষ্কৃতকারীরা তাঁর বোনকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন। রাত ৩টার দিকে ভগ্নিপতির ভাই ইব্রাহিম হোসেন বিষয়টি তাঁদেরকে মোবাইলে জানান। এ ঘটনায় তাঁদের বাবা আব্দুল করিম গাজী বাদী হয়ে প্রতিবেশী সাহেব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।