কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওয়ানডে নিয়ে ওয়াসিমের শঙ্কাকে পাত্তা দিচ্ছেন না বাট

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১৩:১২

ওয়ানডে ক্রিকেটের প্রয়োজনীয়তা আছে নাকি নেই, অথবা ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ কী—ভবিষ্যতে এটা থাকবে নাকি টেস্ট আর টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্যে চাপা পড়ে যাবে?


ক্রিকেট বিশ্বে এখন আলোচনার বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা। সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, রবি শাস্ত্রীরা ওয়ানডে ক্রিকেট নিয়ে নিজেদের শঙ্কার কথা বলেছেন। অন্যদিকে ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি বলেছেন, তিনি এখন আর ওয়ানডে ক্রিকেট উপভোগ করেন না।


তাহলে কি সত্যিই ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ শঙ্কার মুখে? ওয়াসিম আকরাম শঙ্কা দেখলেও সেটা পাত্তা দিচ্ছেন না পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক সালমান বাট। ওয়াসিম কয় দিন আগে বলেছিলেন, ওয়ানডে ক্রিকেট এখন ঠেলেঠুলে চলছে। ওয়ানডে ক্রিকেট একপ্রকার ‘মারা যাচ্ছে’ বলেও মন্তব্য করেছিলেন কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার।


তিন সংস্করণ মিলিয়ে ঠাসা সূচির কারণে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। এরপর তো ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার বিষয়টি আরও বেশি করে সামনে চলে এসেছে। তবে ওয়ানডে ক্রিকেটের বেঁচে থাকার পক্ষে কথা বলার লোকও কম নেই। তাঁদের মধ্যে একজন সালমান বাট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও