‘চবিতে ছাত্রী যৌন নিপীড়ন সামাজিক অবক্ষয়ের নমুনা’

জাগো নিউজ ২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১৭:২৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী যৌন নিপীড়নের ঘটনা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের নমুনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নারী আন্দোলনের সভাপতি মিতা রহমান। তিনি বলেন, এসব ঘটনার সঠিক বিচার না হওয়ার কারণেই শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে।


শনিবার (২৩ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নারী আন্দোলনের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।







মিতা রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রভাবশালী শিক্ষকরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত না করে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ফলে এসব অপরাধ আরও বেড়ে যায়।


তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রশাসনের। প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটেছেই। এ অবস্থা বন্ধ করতে না পারলে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাবে।  


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও