You have reached your daily news limit

Please log in to continue


সুস্মিতা-ললিতকে নিয়ে কথা হলে রণবীর-আলিয়াকে নিয়েও হোক! দাবি লোপামুদ্রার

সুস্মিতা সেন এক জন সম্মাননীয় মানুষ। প্রেম করছেন বলে তাঁকে এই ভাবে অপমান করা হবে? লোকজনের এই মানসিকতা একেবারেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী লোপামুদ্রা রাউত। তিনি জানান, সুস্মিতা তাঁর জীবনে আদর্শ। নিজে যখন মডেলিং শুরু করেছিলেন, পথ দেখিয়েছিলেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীই। যখন থেকে ললিত মোদী ঘোষণা করেছেন তিনি সুস্মিতার সঙ্গে সম্পর্কে মধ্যে আছেন, সেই থেকে হাসিঠাট্টার কেন্দ্রে অভিনেত্রী।

তাঁকে ‘গোল্ড ডিগার’ থেকে শুরু করে নানা কিছু বলা হচ্ছে। কটাক্ষের বাণ আছড়ে পড়ছে তাঁর উপর। এই ঘটনা মোটেও সমর্থনযোগ্য নয় বলে মনে করছেন লোপামুদ্রা। তাঁর মনে পড়ে যায় ২০১৬ সালের কথা। যখন এক সৌন্দর্য প্রতিযোগিতায় গিয়ে প্রথম দেখা সুস্মিতার সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন