কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আমি আ.লীগে যোগ দিয়েছি, এখন আর কোনো ভয় নেই’

প্রথম আলো জয়পুরহাট প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১৩:২৩

নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার ফুলের তোড়া দিয়ে তাঁকে দলে বরণ করে নেন। এ সময় সেখানে উপজেলা আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


যোগদান অনুষ্ঠানে নজরুল ইসলাম বলেন, ‘আমার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জুলফিকার আলী চৌধুরী আমাকে ওয়ার্ডের কোথাও গণসংযোগ করতে দিচ্ছেন না। যেখানেই গণসংযোগ করতে যাচ্ছি, সেখানেই বাধা পাচ্ছি। আমি কোনো দলের সঙ্গে যুক্ত ছিলাম না। এ কারণে কেউ আমাকে সহযোগিতাও করছেন না। অনেক আগেই আমার আওয়ামী লীগে যোগদান করার কথা ছিল। সময়-সুযোগের অভাবে যোগদান করতে পারিনি। আমি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছি। এখন আর আমার কোনো ভয় নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবাই ভোটে আমার পাশে থাকবে বলে আশা করছি। আমি জয়লাভ করব ইনশা আল্লাহ।’


উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বলেন, ‘নজরুল ইসলাম চৌধুরীর দলে যোগদানের মাধ্যমে ক্ষেতলাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আজ থেকে স্বাধীন হলো। এত দিন ওয়ার্ডটি পরাধীন ছিল। আপনারা সবাই নজরুল ইসলামকে ভোট দিয়ে বিজয়ী করবেন। নজরুল ইসলাম এখন থেকে বীরের বেশে ভোটের গণসংযোগ করবে। যদি কেউ গণসংযোগে তাঁকে বাধা দেন, তাহলে প্রতিহত করা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও