You have reached your daily news limit

Please log in to continue


পুঁজি কমলো আরও সাড়ে ১২ হাজার কোটি টাকা

দরপতনের মাধ্যমে গেল সপ্তাহে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিদায়ী (১৭ থেকে ২১ জুলাই) সপ্তাহে ভয় থেকে শেয়ার বিক্রি করে দিয়েছেন বিনিয়োগকারীরা। ফলে প্রায় সব কোম্পানির শেয়ারের দাম ও সূচক কমেছে। তাতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে সাড়ে ১২ হাজার কোটি টাকা।

ঈদুল আজহা পরবর্তী সপ্তাহে পুঁজি কমেছিল ৩ হাজার কোটি টাকা। সবমিলিয়ে গেল দুই সপ্তাহে পুঁজি কমেছে সাড়ে ১৫ হাজার কোটি টাকা।


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ৩৩১টির আর অপরিবর্তিত ছিল ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১৯৭ দশমিক ৯৯ শতাংশ কমে ৬ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৭৩ পয়েন্ট কমে ২ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন