কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রোটিয়াদের ৮৩ রানে গুটিয়ে সমতা ফেরাল ইংল্যান্ড

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১১:৫০

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হানা দিয়েছিল বৃষ্টি। এজন্য ম্যাচের ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৯ ওভারে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে ইংলিশরা। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টসে হেরে ব্যাট করতে নেমে ২৯ ওভার খেলতে পারেনি ইংল্যান্ড। 


 ২৮.১ ওভারে ২০১ রানে অলআউট হয়। দলের পক্ষে ২৬ বলে ৩৮ রান করেন লিয়াম লিভিংস্টোন। ১৮ বলে ৩৫ রান করেন স্যাম কারান। ২৮ রানে আসে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। প্রোটিয়াদের পক্ষে ডোয়াইন প্রিটোরিয়াস চার উইকেট নেন। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০.৪ ওভারে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এটি তাদের যৌথ সর্বনিম্ন স্কোর। ২০০৮ সালে ট্রেন্ট ব্রিজেও ৮৩ রানে গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। ১১৮ রানের বিশাল জয়ে সিরিজে ১-১ এ সমতা ফিরিয়ে এনেছে ইংল্যান্ড।  ইংলিশদের পক্ষে তিনটি নিয়েছেন আদিল রশিদ। দুটি করে নিয়েছেন মঈন আলী ও রিসে টপলি। একটি নিয়েছেন স্যাম কারান। ব্যাট হাতেও ২১ রান করেছিলেন কারান। তাই ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। সিরিজে সমতা ফিরে আসায় তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণীতে। রবিবার লিডসে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও