কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কংগ্রেস অবমাননায় ট্রাম্পের সহযোগী স্টিভ দোষী সাব্যস্ত

কালের কণ্ঠ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৯:২৫

কংগ্রেস অবমাননার দুটি ধারায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো কৌশলবিদ স্টিভ ব্যাননকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের এক জন বিচারক। বিবিসি জানিয়েছে, মার্কিন ক্যাপিটলে দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেসীয় কমিটিকে সহযোগিতা না করায় ২০২১ সালে অভিযুক্ত হয়েছিলেন ৬৮ বছরের স্টিভ ব্যানন। হোয়াইট হাউসের সাবেক প্রধান কৌশলবিদ ব্যানন দাবি করে আসছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি দাঙ্গার সময় তিনি ছিলেন ট্রাম্পের বেসরকারি উপদেষ্টা। দোষী সাব্যস্ত হওয়ায় এখন তিনি দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং দুই লাখ ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারেন।


আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টিভ বলেছেন, আপিল করে এই মামলা উল্টে দেওয়া হবে। অন্যদিকে তার আইনজীবীরা বলছেন, তারা ‘বুলেট-প্রুফ আপিল’ করবেন।   ব্যানন বলেছেন, এখানে আজকের লড়াইয়ে হয়তো আমরা হেরে গেলাম, কিন্তু এই যুদ্ধে আমরা হারবো না।   ২০২৩ সালের ২১ অক্টোবর তার বিরুদ্ধে দণ্ড ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জেতানোর পেছনে বড় ধরনের ভূমিকা ছিল স্টিভ ব্যাননের। প্রথমে ব্যানন তার প্রচার প্রধান এবং পরে হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের আগস্টে পদ ছেড়ে যান ব্যানন। তবে অনেকে তার পরেও তাকে ট্রাম্পের শীর্ষ সহযোগীদের একজন বিবেচনা করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও