কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের আপত্তির ব্যাপারে আজ রায় দেবে আইসিজে

ডেইলি স্টার প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১৫:৫৩

২০১৭ সালে মুসলিম রোহিঙ্গাদের উপর সামরিক বাহিনীর নিষ্ঠুর দমন-পীড়নের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলায় মিয়ানমারের প্রাথমিক আপত্তির বিষয়ে রায় দিতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।


চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নেদারল্যান্ডসের দ্য হেগের এই আদালতে মিয়ামারের আপত্তির বিষয়ে যুক্তিতর্ক শুনানি হয়। আইসিজে সভাপতি বিচারক জোয়ান ই দোনোঘুই আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টায় তার রায়টি পড়বেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  


এ ব্যাপারে নিউইয়র্কের গ্লোবাল জাস্টিস সেন্টারের (জিজেসি) সভাপতি আকিলা রাধাকৃষ্ণানের ভাষ্য, আইসিজে মিয়ানমারের আপত্তিগুলো 'যুক্তিসঙ্গতভাবেই প্রত্যাখ্যান করবে, যাতে আদালত এই প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে যেতে পারে। সবকিছুই নির্ভর করবে মিয়ানমারের বিরুদ্ধে কতটা সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা গেল।'


বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের (বিআরওইউকে) সভাপতি তুন খিন আল জাজিরাকে বলেন, '(মিয়ানমারের) এই  আপত্তিগুলি বিলম্বিত কৌশল ছাড়া আর কিছুই ছিল না। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আইসিজে যে দেড় বছর সময় নিয়েছে, তা হতাশাজনক।'


তিনি আরও বলেন, 'গণহত্যা এখনো চলছে। তাই এ ব্যাপারে আর দেরি না করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও