![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-07%252F8d2bb5f2-87dc-4785-a9ea-a8006196b210%252FFYNzmQIWYAEfM6K.jpg%3Frect%3D0%252C0%252C1200%252C675%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D0.9)
মারা গেছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার উয়ে সিলার
কখনো বিশ্বকাপ জিততে পারেননি। ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়নস লিগ) কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও (ইউরো) জেতা হয়নি। তবু উয়ে সিলারকে জার্মানির ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মান ফুটবলের ‘আইকনিক’ এই খেলোয়াড় ৮৫ বছর বয়সে মারা গেছেন। কাল তাঁর ক্লাব হামবুর্গ খবরটি নিশ্চিত করেছে।
১৯৬৬ বিশ্বকাপে জার্মানির অধিনায়কত্ব করা সিলার এক ক্লাবেই নিজের ক্যারিয়ার কাটিয়েছেন। ১৯৫৪ সালে মাত্র ১৮ বছর বয়সে হামবুর্গের হয়ে অভিষেকের পর ক্লাবটির হয়ে শেষ ম্যাচটি খেলেন ১৯৭২ সালে। ৫৮০ ম্যাচে ৪৯০ গোল করা সাবেক এই স্ট্রাইকার ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে হামবুর্গ মিউনিসিপ্যালিটির বিবৃতিতে বলা হয়, ‘উয়ে সিলারের জন্য শোকাহত হামবুর্গ। বুন্দেসলিগায় তিনিই প্রথম সর্বোচ্চ গোলদাতা। প্রিয়জনদের রেখে তিনি মারা গেছেন।’
- ট্যাগ:
- খেলা
- না ফেরার দেশে
- সেরা ফুটবলার