কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, দুদিন পরই হতে পারে ভারি বৃষ্টি

কালের কণ্ঠ আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১০:২১

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি শেষেই অনুভূত হচ্ছে ভাপসা গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় প্রকৃত তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। এই ভাপসা গরম কমাতে প্রয়োজন টানা ভারি বৃষ্টি।


তবে আগামী রবিবার পর্যন্ত দেশের কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।


২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও