কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লিভারে হেপাটাইটিস হলে কী খাবেন, কী খাবেন না? জানুন গ্যাসট্রোএনটেরোলজিস্টের মুখেই

eisamay.com প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১৯:০৮

হেপাটাইটিস এক জটিল রোগ। এবার এই রোগটি হলে শরীরে অনেক সমস্যাই দেখা দিতে পারে। তাই সতর্ক হয়ে যাওয়া জরুরি।


আসলে হেপাটাইটিস (Hepatitis) হলে রোগীর নিজের খাবারের দিকে নজর দিতে হবে। তবেই লিভারের (Liver) সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব হবে।


এই হেপাটাইটিস (Hepatitis) রোগটির ক্ষেত্রে লিভারে প্রদাহ হয়। এই রোগের ঠিক সময়ে চিকিৎসা হওয়া খুবই প্রয়োজনীয়। এর পাশাপাশি এই অসুখ থাকলে আপনাকে ডায়েটও (Hepatitis Diet) ঠিক রাখতে হবে। ব্যালান্স ডায়েট খেতে পারলেই লিভার ড্যামেজের আশঙ্কা কমবে। এই সময়ে অত্যধিক ক্যালোরি যুক্ত খাবার, ফ্যাট বা মিষ্টি জাতীয় খাবার খেলে তা লিভারে গিয়ে জমে। এবার ফ্য়াটি লিভার থেকে লিভার সিরোসিসও হতে পারে। তাই লিভার সুস্থ রাখতে এই খাদ্যাভ্যাসের দিকে জোর দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও