![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F69dd662b-e6f6-4c1a-a9c8-ba310da94c24%252FOil_VA.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সয়াবিন তেলের নতুন দাম কার্যকর আজ থেকে
প্রথম আলো
প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১৮:৩২
বিশ্ববাজারে দাম কমার পর দেশেও খোলা ও বোতলজাত—উভয় ধরনের সয়াবিন তেলের দাম কমিয়েছে উৎপাদক ও বাজারজাতকারী কোম্পানিগুলো। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে করা হয়েছে ১৮৫ টাকা। আজ বৃহস্পতিবার থেকে নতুন দামে বাজারে সয়াবিন তেল কিনতে পাওয়া যাবে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। নতুন ঘোষণা অনুসারে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হবে ১৮৫ টাকায়। এ ছাড়া ২ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৯৮ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৩৭০ টাকা।
আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৯১০ টাকা। অন্যদিকে দাম কমানোর পর প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি করা হবে ১৬৬ টাকায়। এ ছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম দাঁড়িয়েছে ১৫২ টাকায়।