খাদে পড়া রাশিয়াকে কতটা টেনে তুলবে ইরান

প্রথম আলো নিকোলাই মিকোভিচ প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১৭:৫২

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে শত শত ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা করছে রাশিয়া। তাঁর এ দাবি বিশ্বাসযোগ্য মনে হতে পারে। কেননা, রাশিয়ার সেনাবাহিনীর হাতে নিজেদের তৈরি ড্রোন থাকলেও সেগুলো পশ্চিমাদের অগ্রসর প্রযুক্তির ড্রোন থেকে অনেক পিছিয়ে। ফলে রাশিয়া আকাশযুদ্ধে ইউক্রেনের সঙ্গে পেরে উঠছে না। এ যুক্তিতে মস্কো বিদেশ থেকে ড্রোন কিনতে চাইছে, এমন দাবির ভিত্তি আছে। তবে এতে একমাত্র সমস্যা হচ্ছে রাশিয়ার ডাকে সাড়া দেবে এমন ‘প্রণোদনা’ ইরানের কাছে খুব অল্পই আছে।


ইরানের সঙ্গে রাশিয়ার যে মৈত্রীর সম্পর্ক, সেটাকে পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের উদ্দেশ্য সাধনে ব্যবহার করার দীর্ঘ ইতিহাস রয়েছে মস্কোর। ইউক্রেনে রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধের ফলে দাবার চাল পাল্টে দেওয়ার সুযোগ এসেছে তেহরানের সামনেও। সুলিভানের বিবৃতির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ‘ইরান যদিও রাশিয়ার সঙ্গে নানা ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক বজায় রেখেছে, এর মধ্যে প্রতিরক্ষাও রয়েছে। ...কিন্তু আমরা ইউক্রেন সংঘাতে যুক্ত কোনো পক্ষকেই সহযোগিতা করব না।’ তিনি আরও বলেন, ‘সংঘাতে তীব্রতা বাড়তে পারে, এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করছি আমরা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও