স্বচালিত নতুন গাড়ি উন্মোচন করলো বাইদু
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১৭:৫৭
স্ব-চালিত নিজস্ব ট্যাক্সি পরিষেবা ‘অ্যাপোলো গো’-তে যাওয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে পরবর্তী গাড়ি উন্মোচন করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট বাইদু।
নির্মাতার দাবি, আরটি৬-এ নামে নতুন এ মডেলটির সিস্টেম ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন চালকের সড়ক দক্ষতার সমান।
চীনা আইন অনুসারে, স্ব-চালিত গাড়িগুলিতে এখনও একজন চালক থাকার বাধ্যবাধকতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
কিন্তু বাইদু বলছে, কোনো একদিন তাদের আরটি৬ গাড়ির প্রতিস্থাপনযোগ্য স্টিয়ারিং হুইলের জায়গা নেবে হয় একটি অতিরিক্ত আসন অথবা ভেন্ডিং মেশিন, ডেস্ক বা গেইম কনসোল।