You have reached your daily news limit

Please log in to continue


ওয়েস্ট ইন্ডিজ যেতেই ভারতের খরচ পড়ল সাড়ে ৩ কোটি রুপি

ইংল্যান্ডের বিপক্ষে মিশন শেষ। ভারতীয় ক্রিকেট দলের এবারের মিশন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সে জন্য ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজে উড়াল দিয়েছে সফরকারীরা। তবে অবাক করার বিষয় হলো, ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ যেতে শুধু বিমান ভাড়া বাবদই সাড়ে তিন কোটি রুপি খরচ করতে হলো বিসিসিআইকে।


শেখর ধাওয়ানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। সে কারণে ইংল্যান্ড থেকে সরাসরি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গেছেন ধাওয়ানরা। কিন্তু শুধু বিমান ভাড়া বাবদ এত খরচের কথা শুনে চমকে ওঠারই কথা।

মূলত চার্টার্ড ফ্লাইটে যাওয়ার কারণেই এত বেশি খরচ হয়েছে ভারতের। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, ম্যানচেস্টার থেকে চার্টার্ড ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজে গেছে ভারতীয় ক্রিকেট দল।

ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার জন্য সাধারণ বিমানে সব সদস্যের টিকিট পাওয়া যাচ্ছিল না। সেই কারণে চার্টার্ড বিমানের ব্যবস্থা করে বিসিসিআই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন