আনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১৬:৪৯

ইলিশের সঙ্গে যেকোনো ধরনের সবজি দিয়ে রান্না করলেই খেতে সুস্বাদু লাগে। শুধু সবজিই নয়, ইলিশ রান্না করা যায় ফলের সঙ্গেও। আনারস দিয়ে ইলিশ রান্না করেছেন কখনো? এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওর সঙ্গে খেতে পারেন এই আনারস দিয়ে ইলিশ। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-


তৈরি করতে যা লাগবে




ইলিশ মাছ- ১টি


পাকা আনারস- অর্ধেক


পেঁয়াজকুচি- ২টি




কাঁচা মরিচ কুচি- ৭-৮টি


হলুদ গুঁড়া- ২ চা চামচ


জিরা গুঁড়া- ১ চা চামচ


রসুন বাটা- ১ টেবিল চামচ


লেবুর রস- ২ টেবিল চামচ


সরিষা বাটা- ৩/৪ চা চামচ


চিনি- ১ চা চমচ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও