![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/07/20/74ea18ce3cc0d92ad7d49a044dfd056f-62d7e67dca0f7.jpg)
প্যারিসের রোদে পুড়ছেন কোহলি-আনুশকা
অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়—মুকুন্দরাম চক্রবর্তীর বাণীটি যেন বিরাট কোহলির সঙ্গে মিলে যাচ্ছে।
ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় পার করছেন কোহলি। ভারতের এক সময়কার ‘রান মেশিন’কে মানসিক চাপ দিতে মুক্তি দিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে রাখেননি নির্বাচকেরা। শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতের ওয়ানডে দল যখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পথে, কোহলি তখন স্ত্রী-সন্তান নিয়ে ছুটি কাটাতে গেছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। কিন্তু সেখানেও শান্তিতে নেই ভারতের সাবেক অধিনায়ক।
প্যারিসের রাস্তায় ঘুরছেন কোহলি-আনুশকা। ছবি: ইনস্টাগ্রামপ্যারিসের প্রতিকূল আবহাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন কোহলি ও তাঁর অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন খোদ আনুশকা। প্যারিসের একটি হোটেলে উঠেছেন তাঁরা। হোটেলকক্ষের একটি ছবি পোস্ট করে আনুশকা লিখেছেন, ‘হ্যালো প্যারিস! ৪১ ডিগ্রি সেলসিয়াস।’
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট তারকা
- ছুটি কাটানো
- বিরাট কোহলি