![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_sports%2Fpublic%2Fimages%2F2022%2F07%2F20%2F342933.jpg%3Fitok%3Db1qiR9hQ)
গল টেস্টে পাকিস্তানের ইতিহাস
এনটিভি
প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৬:৪০
চতুর্থ ইনিংসে পাহাড় সমান লক্ষ্য। এই চ্যালেঞ্জ টপকানোর পথে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিলেন আব্দুল্লাহ শফিক। তাতেই গল টেস্টে ইতিহাস গড়ে ফেলল পাকিস্তান। আজ বুধবার টেস্টের শেষ দিন শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল। শেষ ইনিংসে ৩৪২ রানের বিশাল লক্ষ্য টপকে এই জয়ের দেখা পেয়েছে সফরকারীরা। গলে এটাই কোনো দলের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এতদিন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুইশ রান তাড়া করার রেকর্ডও ছিল না কোনো সফরকারী দলের। আড়াইশ ছাড়ানো রান তাড়ার কীর্তি ছিল কেবল শ্রীলঙ্কার।