পঞ্চগড়ে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
পঞ্চগড়ে মানা হচ্ছে না এলাকাভিত্তিক লোডশেডিংয়ের নির্দেশনা। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। দিনে কয়েক দফায় ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলছে।
বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, নর্থ বেঙ্গল ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এবং পল্লী বিদ্যুৎ সমিতি (আরইবি) এই দুই কোম্পানির মাধ্যমে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। জেলায় বিদ্যুতের চাহিদা ৬০ মেগাওয়াট। কিন্তু চাহিদার বিপরীতে বরাদ্দ মিলছে অর্ধেকেরও কম।