![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-07%252F3854169f-d0ea-4bb1-a813-1b29a5a33788%252Fmicrosoft_teams_microsoft.png%3Frect%3D0%252C0%252C670%252C377%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D0.9)
এক্সেলের তথ্য সম্পাদনা করা যাবে মাইক্রোসফট টিমসে
অফিসের বিভিন্ন হিসাব সাধারণত মাইক্রোসফট এক্সেলে সংরক্ষণ করা হয়ে থাকে। কিন্তু অনেক সময় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে বরাদ্দ করা অর্থের পরিমাণ কম বা বেশি করতে হয়। আর তাই অনলাইনে বৈঠক করা অবস্থায় যৌথভাবে এক্সেলে থাকা তথ্য সম্পাদনার সুযোগ চালু করতে যাচ্ছে ব্যবসায়িক যোগাযোগের প্ল্যাটফর্ম ‘মাইক্রোসফট টিমস’।
নতুন এ সুবিধা চালু হলে মাইক্রোসফট টিমসের মাধ্যমে অডিও বা ভিডিও বৈঠক করার সময়ই এক বা একাধিক সদস্য যৌথভাবে এক্সেলে থাকা তথ্য পরিবর্তন করতে পারবেন। এ জন্য আলাদা করে এক্সেল প্রোগ্রাম চালু করতে হবে না। মাইক্রোসফট টিমসের মধ্যেই ‘এক্সেল লাইভ’ নামের নতুন সুবিধা যুক্ত করা হবে।
এক্সেলে তথ্য পরিবর্তন করলে সেটি অনলাইন বৈঠকে অংশ নেওয়া সব সদস্য সরাসরি দেখতে পারবেন। এতে বর্তমানের চেয়ে আরও ভালোভাবে ব্যবসায়িক আলোচনা সম্ভব হবে। আগামী আগস্ট মাসে এ সুবিধা চালু হতে পারে। নতুন এ সুবিধা চালু হলে মাইক্রোসফট টিমসের ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মাইক্রোসফট এক্সেল
- মাইক্রোসফট