কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


লোডশেডিং হবে না যে ৮ জেলায়

জ্বালানি সাশ্রয়ে মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন জেলায় এলাকাভিত্তিক শুরু হয়েছে পরীক্ষামূলক এক ঘণ্টা লোডশেডিং। তবে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকায় দক্ষিণের আট জেলায় হবে না লোডশেডিং। এসব জেলায় বিদ্যুৎ সরবরাহ করছে পায়রা বিদ্যুৎকেন্দ্র। লোডশেডিংয়ের এ শিডিউল বুধবার প্রকাশ করেছে ওজোপাডিকো।

লোডশেডিংয়ের আওতামুক্ত আটটি জেলা হলো- বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর। ওই শিডিউলে খুলনাসহ ১৩ জেলার তথ্য দেওয়া হয়েছে।  ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। ওজোপাডিকো সূত্রে জানা গেছে, ওজোপাডিকো দক্ষিণের ২১টি জেলা শহর ও ২০টি উপজেলায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করে। জেলা শহরগুলো হলো- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন