ইতিহাসের হাতছানি পাকিস্তানের সামনে

প্রথম আলো প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ১৯:২৬

জিততে হলে দুটি রেকর্ড ভাঙতে হবে পাকিস্তানকে। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান করতে হবে, একই সঙ্গে গলে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নিজেদের করে নিতে হবে। চতুর্থ দিনের খেলা শেষে মনে হচ্ছে রেকর্ড গড়ে জয়ের সুবাস নিয়েই মাঠ ছেড়েছে পাকিস্তান দল।


৩৪২ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩ উইকেটে ২২২ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাবর পাকিস্তান। বাবর আজমের দলের হাতে আগামীকাল পুরো দিন সময় আছে, জিততে হলে করতে হবে আর ১২০ রান। হাতে আছে ৭ উইকেট।

চতুর্থ দিন শেষে ১১২ রানে অপরাজিত আছেন পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক। তাঁর সঙ্গী মোহাম্মদ রিজওয়ানের রান ৭। পাকিস্তানের জন্য অবশ্য বড় বাধা বাঁহাতি স্পিনার প্রবাত জয়াসুরিয়া। প্রথম ইনিংসে পাকিস্তানের ৫ উইকেট নেওয়া প্রবাত দ্বিতীয় ইনিংসে দেখা দিয়েছেন বিধ্বংসী রূপে। পাকিস্তানের ৩টি উইকেটের ২টিই নিয়েছেন তিনি। প্রথম বোলার হিসেবে অভিষেকের পর টেস্টে টানা চার ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড হাতছানি দিচ্ছে প্রবাতকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও