নগদ অর্থপ্রবাহে প্রাচুর্যের শেনজেন কি পুরনো জৌলুস হারাচ্ছে
তিন দশক আগেও ছিল কৃষিপ্রধান একটি অঞ্চল। শূকর, শামুক ও লিচু চাষের জন্য প্রসিদ্ধ ছিল শেনজেন। ১৯৮০ সালে নগরীটিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে চীন। এর পরই পরিস্থিতি পাল্টে যেতে থাকে। দ্রুতগতিতে সম্প্রসারিত হতে থাকে উৎপাদন খাত। নগদ অর্থপ্রবাহ ও নজরকাড়া প্রবৃদ্ধিতে বিশ্বজুড়েই পরিচিত হয়ে ওঠে একসময়ের বর্ষা মৌসুমে ডুবে যাওয়া কর্দমাক্ত গ্রামটি। তবে বর্তমানে প্রযুক্তি কেন্দ্রটিতে বেকারত্বের সংখ্যা বাড়ছে। চাহিদা কমে যাওয়ায় নগদ অর্থ ও মুনাফায় পতন ঠেকাতে হিমশিম খাচ্ছে দক্ষিণের উৎপাদন কেন্দ্রটি। চীনের দীর্ঘস্থায়ী জিরো কভিড নীতির কারণে শেনজেন তার পুরনো জৌলুস হারানোর ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ও বিশ্লেষকরা।
উন্নতির লক্ষণ থাকা সত্ত্বেও চীনের অর্থনীতি এখনো দেশের কঠোর কভিডজনিত বিধিগুলোর প্রভাব অনুভব করছে। এ কারণে শেনজেনসহ পুরো অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে চীনা অর্থনীতি আগের প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছে। যদিও গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে সাম্প্রতিক ওঠানামা আড়াল হতে পারে। এ সময়ে দেশটির অর্থনীতি এক বছর আগের তুলনায় মাত্র দশমিক ৪ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথমার্ধে চীনের অর্থনীতি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এটি গত তিন দশকের মধ্যে সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি।