কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা বিদায়ের পথে, ঘোষণা উত্তর কোরিয়ার

ঢাকা পোষ্ট উত্তর কোরিয়া প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ২২:১০

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনা উত্তর কোরিয়া থেকে বিদায়ের পথে রয়েছে। আর অল্প কিছুদিনের মধ্যেই দেশটির জনগণ এই রোগের কবল থেকে মুক্তি পাবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ।


কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের শেষ থেকে জুনের শেষ পর্যন্ত উত্তর কোরিয়ায় যে ৪ লাখ ৭৭ হাজার মানুষ ‘জ্বরে’ আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে ৯৯ দশমিক ৯৮ ভাগই সুস্থ হয়ে উঠেছেন।


আন্তর্জাতিক বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন পূর্ব এশিয়ার এই দেশটিতে দেশটিতে করোনা টেস্ট খুবই কম হওয়ায় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে মহামারি শুরু হওয়ার পর কতজন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন কিংবা এই কোভিডজনিত অসুস্থতায় কতজনের মৃত্যু হয়েছে।


তবে কেসিএনএর প্রতিবেদনে সরকারের করোনা সংক্রমণ রোধ বিষয়ক অভিযানকে ‘সফল’ বলে দাবি করে বলা হয়েছে, ‘সরকারের সফল করোনাবিরোধী অভিযানের ফলেই শেষ পর্যন্ত এই সংকটের সমাধান সম্ভব হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও