![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2015%2F12%2F28%2Ff5c4bd90a664edf4e9e66638285dc788-.jpg%3Fjadewits_media_id%3D49259)
‘আমরা টেকনোলজিস’র ব্যান্ডউইথ ব্লকের নির্দেশ
আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) প্রতিষ্ঠান ‘আমরা টেকনোলজিস’র ব্যান্ডউইথ ব্লক করার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। বকেয়া রাজস্ব পরিশোধ না করায় আমরা টেকনোলজিসের ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক (ক্যাপিং) করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিটিআরসির ইঞ্জিনিয়ারিং ও অপারেশন্স বিভাগের পরিচালক গোলাম রাজ্জাকের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং সোমবার থেকেই তা কর্যকর করতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘সরকারের বকেয়া রেভিনিউ শেয়ারিং যথাসময়ে প্রদান না করায় আইআইজি অপারেটর আমরা টেকনোলজিসের ৫০ শতাংশ ক্যাপিং (ব্লক) করে কমিশনকে অবহিতকরণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’
এই চিঠি সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বাংলাদেশ টেলিযোগোযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং ৬ টি আইটিসিকে (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) পাঠানো হয়েছে।