প্রচণ্ড গরমে রাজশাহীতে বাড়ছে রোগ, হাসপাতালে রোগীর চাপ
আষাঢ় শেষে আজ ৩ শ্রাবণ। এরপরও বৃষ্টি নেই রাজশাহীতে। ফলে প্রচণ্ড গরমে জেলায় বেড়েছে সর্দি-কাশি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগ। এর প্রভাব পড়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। রোগীর সংখ্যা যে হারে বাড়ছে তাতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের।
এছাড়া হাসপাতালে রয়েছে শয্যা সংকটও। ফলে ওয়ার্ডের ভেতরে জায়গা না পেয়ে অনেক রোগী বারান্দার মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। সেখানে বৈদ্যুতিক পাখা না থাকায় গরমে কাহিল হচ্ছেন রোগীরা।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া ও অসচেতনতার কারণে রাজশাহীতে ডায়রিয়াসহ সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ বেড়েছে। চলতি মাসের গত ১৭ দিনে হাসপাতালে ১ হাজার ৩৭২ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১ জুলাই হাসপাতালে সর্বোচ্চ ৪৫ শিশুসহ ১৩০ জন রোগী ভর্তি ছিল।
সোমবার (১৮ জুলাই) রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের আলাদা করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ভর্তি হওয়া শিশুদের কেউ কেউ কয়েকদিন থেকে হাসপাতালে ভর্তি রয়েছে। ডায়রিয়া নিয়ন্ত্রণে না আসায় বেশ কয়েকদিন ধরেই সন্তানদের নিয়ে বাবা-মা হাসপাতালে বেডে কিংবা মেঝেতে অবস্থান করছেন।