ঘানায় প্রথমবারের মতো মারবার্গ ভাইরাস শনাক্ত, ২ জনের মৃত্যু

www.ajkerpatrika.com ঘানা প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ১২:২১

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় প্রথমবারের মতো মারবার্গ ভাইরাস শনাক্ত হয়েছে। ইবোলার মতো অতি সংক্রামক মারবার্গ ভাইরাসে দেশটিতে দুজন শনাক্ত হয়েছেন। মারবার্গ ভাইরাস শনাক্ত দুজনই সম্প্রতি দক্ষিণ আশান্তি অঞ্চলের হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 



বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই মাসের শুরুতে তাঁদের নমুনাগুলো পরীক্ষা করা হয়। তাঁদের দেহে মারবার্গ ভাইরাস শনাক্ত হয়। সেনেগালের একটি পরীক্ষাগারেও নমুনাগুলো পরীক্ষা করা হয়। রোববার আনুষ্ঠানিকভাবে মারবার্গ ভাইরাসে দুজন শনাক্তের বিষয়টি জানায় ঘানার স্বাস্থ্য অধিদপ্তর। 



ঘানার কর্মকর্তারা জানান, ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৯৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 



মারবার্গ ভাইরাসের এখনো কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। তবে চিকিৎসকেরা প্রচুর পরিমানে পানি পানের কথা বলে থাকেন। ভাইরাসটি বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়। মারবার্গ ভাইরাসে মাথাব্যথা, জ্বর, পেশি ব্যথা, রক্ত বমি ও পায়ুপথ দিয়ে রক্ত পড়াসহ নানান উপসর্গ দেখা দেয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও