এমপিদের বিতর্কিত ভূমিকায় আ'লীগে ক্ষোভ-অসন্তোষ

সমকাল প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০৯:১৩

কয়েকজন এমপির বিতর্কিত ভূমিকায় ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে আওয়ামী লীগের তৃণমূলে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কুমিল্লা এবং রাজশাহীর দু'জন এমপি মারধর করার ঘটনায় স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।


এ অবস্থায় কুমিল্লার সংশ্নিষ্ট এমপির বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থগিত করা হয়েছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। রাজশাহীর সংশ্নিষ্ট এমপির বিরুদ্ধে উত্থাপিত ঘটনা এরই মধ্যে খতিয়ে দেখা হয়েছে। অভিযোগ পেলেই তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।



আওয়ামী লীগের স্থানীয় নেতারা সমকালকে বলেছেন, কুমিল্লা-৪ আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল এবং রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সংবাদপত্রের শিরোনাম হয়েছেন। ফলে স্থানীয় নেতাকর্মীরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সারাদেশে দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও