অল্প পুঁজিতেও লিড শ্রীলঙ্কার
টস জিতলেও পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ভালো হয়নি শ্রীলঙ্কার। অলআউট হয়ে যায় মাত্র ২২২ রানে। অল্প ওই পুঁজিতেও ৪ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩৬ রানে ১ উইকেট হারিয়েছে। তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৪০ রানে। এখন পর্যন্ত জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে ৩৫ রান করেন ওপেনার ওসাদে ফার্নান্দো। কুশল মেন্ডিস করেন ২১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন দিনেশ চান্দিমাল। এছাড়া পেসার মহেষ থিকসানা ৩৮ রান করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন।
জবাবে পাকিস্তানের বাবর আজম ছাড়া অন্যরা ব্যর্থ হন। পাকিস্তান অধিনায়ক খেলেন ২৪৪ বলে ১১৯ রানের অসাধারণ ইনিংস। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন মোহাম্মদ রিজওয়ান।
পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে শাহিন আফ্রিদি চার উইকেট তুলে নেন। পেসার হাসান আলী দুটি এবং লেগ স্পিনার ইয়াসির শাহ নেন দুই উইকেট। লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া ৮২ রান খরচায় নেন ৫ উইকেট। থিকসানা ও রমেশ মেন্ডিস নেন দুটি করে উইকেট।