গ্রিসে কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত, হতাহতের সংখ্যা এখনো অজানা

www.ajkerpatrika.com গ্রিস প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ০৯:৫৩

গ্রিসের উত্তরাঞ্চলে কাভালা শহরের কাছে একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। তবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 


স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটেছে। অ্যান্তনভ-১২ নামের উড়োজাহাজটি সার্বিয়া থেকে জর্ডানে যাচ্ছিল। এটি পরিচালনা করছিল ইউক্রেনের একটি কোম্পানি। 


গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান ইআরটি জানিয়েছে, উড়োজাহাজটি ১২ টন ওজনের মালামাল বহন করছিল। এটিকে সম্ভাব্য বিপজ্জনক বলে বর্ণনা করেছে বিবিসি। 


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন কিন্তু রানওয়েতে পৌঁছাতে পারেননি। স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে আটজন আরোহী ছিলেন। 


ভিডিও ফুটেজে দেখা গেছে, উড়োজাহাজটি আগুনে পুড়তে পুড়তে নিচে নামছে এবং এটি মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও