ময়লা জমে বেসিনের পাইপ বন্ধ হয়ে গেছে?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ২২:৩৫
খাবার, তেল-চর্বিজাতীয় কিছু বা শক্ত ধরনের জিনিস অসাবধানতায় পড়ে বেসিনের পানি নির্গমন পথ আটকে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। জেনে নিন সহজ উপায়ে কীভাবে পরিষ্কার করবেন বেসিনের পাইপ।
- এক কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার ঢেলে দিন বেসিনে। ১৫ মিনিট অপেক্ষা করে গরম পানি ঢেলে পরিষ্কার করে নিন।
- আধা কাপ লবণ ঢেলে দিন বেসিনের ড্রেনে। দুই লিটার পানি ফুটিয়ে গরম পানি ঢেলে দিন ঠিক আধা ঘণ্টা পর। ধীরে ধীরে ঢালবেন পানি। দুই লিটার পানি ঢালা হলে আরও খানিকটা গরম পানি ঢালুন যেন লবণ পুরোপুরি দূর হয়। লবণের সঙ্গে সঙ্গে দূর হবে জমে থাকা ময়লাও।
- পানি ফুটিয়ে কয়েক চামচ ডিটারজেন্ট মিশিয়ে বেসিনে ঢেলে দিলেও উপকার পাবেন।
- কোনোভাবেই ময়লা দূর না হলে বেসিনের উপরের নেটের অংশ খুলে লম্বা ক্লিনিং টুল ভেতরে ঢুকিয়ে দিন। চুলের মতো কিছু থাকলে সেটা উঠে আসবে।
- ট্যাগ:
- লাইফ
- রান্নাঘরের টিপস
- বেসিন পরিষ্কার