You have reached your daily news limit

Please log in to continue


পেঁয়াজ নিয়ে সতর্ক অবস্থানে ভারত

বাংলাদেশের পেঁয়াজের বাজার অনেকাংশে ভারতের ওপর নির্ভরশীল। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে ২০১৯ সালের শেষদিকে দেশে পেঁয়াজের দাম ২শ টাকার কেজির বেশিতে গিয়ে ঠেকে।  

গত কয়েক বছর ধরে সেই পেঁয়াজ নিয়ে ধুকতে হয়েছে ভারতকেও। পেঁয়াজের অতিরিক্ত দামের কারণে সমস্যায় পড়তে হয়েছিল সে দেশের মানুষকে। সে অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। 

পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার ২.৫ লাখ টন পেঁয়াজ মজুদ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ বলছে, এত বেশি পরিমাণে পেঁয়াজ মজুদ করার এবারই প্রথম করা হচ্ছে। চাহিদা বেড়ে গেলে বা যোগান কমে গেলে এই পেঁয়াজ বাজারে ছাড়া হবে।  

বলা হচ্ছে, চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের উৎপাদন কম থাকতে পারে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন