You have reached your daily news limit

Please log in to continue


৩৬০ কোটি ডলারে সনির মালিকানায় বানজি

৩৬০ কোটি ডলারে ইন্ডি ঘরানার গেইম স্টুডিও এবং প্রকাশক ‘বানজি’ কেনার চুক্তি সম্পন্ন করেছে ‘সনি ইন্টার‍্যাকটিভ এন্টারটেইনমেন্ট’। এর ফলে অনলাইন ভিত্তিক গেইম ‘ডেসটিনি’-এর নির্মাতা প্রতিষ্ঠান এখন সনি ইউনিভার্সের অংশ।

বানজি এবং প্লেস্টেশন স্টুডিওস দুটো প্রতিষ্ঠানই চুক্তি সম্পন্ন হওয়ার খবর জানিয়েছে টুইটারে।

অধিগ্রহনের শর্ত অনুযায়ী, নিজস্ব কার্যক্রম এবং গেইম নির্মাণের সৃজনশীল বিষয়ে নিয়ন্ত্রণ এখনও  বানজির কাছে থাকবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। জানুয়ারিতে চুক্তির ঘোষণার পর থেকেই দুই প্রতিষ্ঠানেরই নেতৃস্থানীয় পর্যায়ের কর্মকর্তারা উল্লেখ করেছেন, সনির স্বাধীন একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে বানজি। পাশাপাশি, তদের বর্তমান এবং ভবিষ্যতের গেইমগুলো কেবল প্লেস্টেশন কনসোলের জন্য ‘এক্সক্লুসিভ’ হিসেবে আনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, সনি প্রত্যাশা করছে ‘ডেসটিনি’র মতো গেইম তৈরিতে বানজি’র দক্ষতা, তাদের নিজস্ব গেইমিং সেবার ক্ষেত্রেও সাহায্য করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন