বিয়ের সময় নেই

প্রথম আলো মুম্বাই প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ১৫:০৫

নিজের কাঁধে পুরো ছবি তুলে নিতে ভয় পান না তাপসী পান্নু। যেকোনো কঠিন চ্যালেঞ্জ নিতে সব সময় প্রস্তুত এই বলিউড অভিনেত্রী। এবার ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিতালি রাজের আত্মজীবনীমূলক ছবিতে অভিনয় করেছেন তিনি। পর্দায় মিতালি হয়ে উঠতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাপসী।


গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সেই ছবি ‘শাবাশ মিঠু’। মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে তাপসী পান্নুর সঙ্গে সাক্ষাতের শুরুতে উঠে আসে এই ছবির প্রসঙ্গ। তাপসী বলেন, ‘আমি সত্যি লজ্জিত যে আগে মিতালি রাজ সম্পর্কে জানতাম না। কিন্তু তাঁর এক সাক্ষাৎকারের কথা কানে এসেছিল। এক সাংবাদিক মিতালির কাছে জানতে চেয়েছিলেন তাঁর প্রিয় পুরুষ ক্রিকেটারের নাম। জবাবে মিতালি বলেছিলেন, “যেকোনো পুরুষ ক্রিকেটারকে কেন জিজ্ঞেস করা হয় না যে তাঁর প্রিয় নারী ক্রিকেটার কে?” মিতালির এই জবাব আমাকে ছবিটি করতে আরও আগ্রহী করে তুলেছিল।’


শুধু মাঠে-ময়দানে নয়, সিনেমাজগতেও লিঙ্গবৈষম্য দেখা যায়। যা নিয়ে আগে তাপসী, বিদ্যা বালান, সোনম কাপুর, কঙ্গনা রনৌতসহ অনেকেই আওয়াজ তুলেছেন। তবে অবস্থার কিছু বদল হয়েছে। তাপসীকে প্রধান চরিত্রে নিয়ে ছবি করতে আগ্রহী নির্মাতারা। তবে তাপসী মনে করেন, এখনো অনেক দূর যাওয়া বাকি। অভিনেত্রী বলেন, ‘এখনো লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। নারীকেন্দ্রিক ছবির জন্য নির্মাতাদের বাজেট কম। নারীকেন্দ্রিক ছবির জন্য স্ক্রিন পাওয়া যায় না। কিন্তু অন্য ছবির স্ক্রিন পাওয়ার সমস্যা হয় না।’ তাপসী নিজের এই সংগ্রামের সঙ্গে মিতালি রাজের সংগ্রামের কিছুটা মিল খুঁজে পান। তিনি বলেন, ‘মিতালি ও আমাকে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে লড়তে হয়েছে। আমাদের দেশে সবচেয়ে বেশি উন্মাদনা ক্রিকেট ও সিনেমা ঘিরে। অথচ ছেলেদের ক্রিকেট দেখতে মানুষ ভিড় করে। ছবির মূল চরিত্রে পুরুষ হলে হু হু করে টিকিট বিক্রি হয়। সব ক্ষেত্রেই এই বৈষম্য দূর করতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও