এখন টি-২০ বিশ্বকাপের প্রাধান্য সবার আগে: ডমিঙ্গো
সমকাল
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ১৫:০২
হারের ক্ষত এতোটাই দগদগে যে বিজয়ের মঞ্চে দাঁড়িয়েও তা লুকানোর সুযোগ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জয়ের পর রাসেল ডমিঙ্গোকে তাই টেস্ট এবং টি-২০’র ব্যর্থতা নিয়ে কথা বলতে হয়েছে।
শেষ ওয়ানডের আগে সংবাদ মাধ্যমকে ডমিঙ্গো জানিয়েছেন, এখন তাদের সব মনোযোগ অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের মূল পর্বে কোন জয় পায়নি বাংলাদেশ। এবারও একই পরিস্থিতি হলে চাকরি বাঁচানো কঠিন হয়ে যাবে তার।
তিনি বলেন, ‘টি-২০ বিশ্বকাপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ওটাই আমাদের বেশি প্রাধান্যের জায়গা। ওয়ানডে বিশ্বকাপের এখনও ১৫ মাস বাকি, এই সময়ের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। তার আগে অনেক ম্যাচও আছে আমাদের। এখন তাই টি-২০বিশ্বকাপে মনোযোগ দেওয়া উচিত। আরও লড়াকু হওয়া উচিত।’