![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-07%252F5f00bfbf-2001-4972-b641-d767edb30f44%252FFXuYvFWVEAIGGGt.jpg%3Frect%3D0%252C0%252C3189%252C1794%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস
অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টে অংশ নিতে শেষ দুটি জায়গা পূরণ করল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।
কাল বুলাওয়েতে বাছাইপর্বের সেমিফাইনালে নিজ নিজ ম্যাচ জিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে দেশ দুটি। টি–টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবারের মতো খেলবে জিম্বাবুয়ে। পঞ্চমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস।
কুইন্স স্পোর্টস ক্লাবে পাপুয়া নিউগিনিকে ২৭ রানে হারায় জিম্বাবুয়ে। রেগিস চাকাভা–ক্রেগ আরভিনদের প্রতি ভয়ডরহীন ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছিলেন কোচ ডেভ হটন।
আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৯ রান তুলে কোচের আহ্বানে সাড়া দেন চাকাভা–মাদেভেরেরা। ২৯ বলে ৪২ রান করেন ওয়েসলি মাদেভেরে। চাকাভার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩০। দলের প্রথম সাত ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছে দলীয় প্রচেষ্টার উদাহরণ রাখেন। বোলিংয়েও তাই। জিম্বাবুয়ে অধিনায়ক আরভিন আট বোলার ব্যবহার করেছেন। শুধু ওয়েলিংটন মাসাকাদজা এবং রায়ান বার্লই উইকেট পাননি।