You have reached your daily news limit

Please log in to continue


২৯ দিন পর খুলছে সেই কলেজ, অধ্যক্ষ ফিরবেন না ক্লাশে

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ঘটনায় ২৯ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর রোববার থেকে কলেজ খুলবে। এজন্য শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 

শুক্রবার কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট অচীন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে কলেজের পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে প্রাণের ভয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছেন অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে রোববারই কলেজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরাও সেই লাঞ্ছিত অধ্যক্ষকে বরণ করে নিতে প্রস্তুত। কিন্তু সবার মধ্যে উচ্ছ্বাস থাকলেও অধ্যক্ষের পরিবারের মধ্যে ভর করেছে আতঙ্ক। তাই চলমান পরিস্থিতির কারণে এখনো কলেজে যেতে ভরসা ভরসা পাচ্ছেন না অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস।

গভর্নিং বডির সভাপতি অচীন চক্রবর্তী বলেন, কলেজের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মোতাবেক আগামীকাল (রোববার) কলেজ খোলা হবে। 

তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস যোগদান করবেন কিনা তা এখনো তিনি জানাননি। তবে তাকে (অধ্যক্ষে) যোগদান করতে অনুরোধ করেছি এবং তার যোগদান করা উচিত। তিনি যদি কলেজে যোগ দেন তাহলে আমরা গভর্নিং বডির সদস্যরা, শিক্ষক-কর্মচারী ও এলাকার সুধীজন সবাই মিলে তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন