কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট, ভোগান্তি

প্রথম আলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ২১:২৬

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আজ শুক্রবার স্বাভাবিকের চেয়ে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। দুপুরের পর দুর্ঘটনা, যানবাহন বিকলসহ নানা কারণে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এতে তীব্র গরমের মধ্যে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।


বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ ছাড়া দুপুরে ঢাকাগামী আমভর্তি একটি ট্রাক সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কাছে ভাবলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেটি সরাতে এক ঘণ্টার মতো সময় লাগে। এরপর আরও একটি বাস মহাসড়কে বিকল হয়ে পড়ে। এসব কারণে যানজট দেখা দেয়।


বিকেলে টাঙ্গাইল শহর বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত সরেজমিন দেখা গেছে, বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত উত্তরবঙ্গ ও ঢাকাগামী উভয় লেনেই যানজট। যানবাহনগুলো একটু চলার পরপরই আবার থেমে যাচ্ছে। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে মহাসড়কে চলাচলে অনেক বেশি সময় লাগছে। যানজটের মধ্যে তীব্র রোদে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও