কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৈয়দপুরে পারদ উঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে

বিডি নিউজ ২৪ আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১৯:৪৬

আকাশে মেঘের আনাগোনা থাকলেও বর্ষার মাঝামাঝিতে প্রখর রোদ আর ভ্যাপসা গরমে জনজীবনের অস্বস্তিকর পরিস্থিতি আরও দুদিন থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শুক্রবার নীলফামারী জেলার সৈয়দপুরে দেশের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


আগের দিন বৃহস্পতিবার রাজশাহীতেও একই তাপমাত্রা ছিল। এটাই চলতি জুলাই মাসের সর্বোচ্চ তাপমাত্রা। আর চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশ দেখেছে ১৫ এপ্রিল, সেদিন পারদ উঠেছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে।


আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, “বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। মাঝ বর্ষায় এমন অস্বস্তিকর গরম সহসা কমছে না; আরও দু-একদিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকবে।”


মধ্য জুলাইয়ে এবার দেশের সব জায়গায় স্বাভাবিকের চেয়ে গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে বলে জানালেন তিনি।


কয়েকদিন ধরে ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও চুয়াডাঙ্গাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও