দৌলতদিয়ায় ঢাকাগামী মানুষের চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ছুটি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন মানুষ। কিন্তু গত কয়েকদিনের তুলনায় শুক্রবার কর্মস্থলগামী মানুষের চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাটে।
এদিন সকাল থেকে ঢাকামুখী যানবাহনগুলো কোনো ভোগান্তি ছাড়াই ফেরির নাগাল পেয়ে যাচ্ছে দৌলতদিয়া ঘাট থেকে। তবে কর্মমুখী মানুষের ঢল নেমেছে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে। তেমন কোনো ভোগান্তি না থাকলেও যাত্রীদের থেকে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
ঢাকামুখী যাত্রীরা জানান, দৌলতদিয়া ঘাট পর্যন্ত তাদের আসতে সড়কে তেমন ভোগান্তি পোহাতে হয়নি। তবে অনেক যাত্রী অভিযোগ করেন, তাদের কাছ থেকে বাস, থ্রি- হুইলার, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালক-সহযোগীরা অতিরিক্ত ভাড়া আদায় করেছেন।
রাজবাড়ীর পাংশা থেকে আসা গাজীপুরগামী যাত্রী মৃদুল হাসান বলেন, ‘স্বাভাবিক সময়ে দেড়শ’ টাকা ভাড়া থাকলেও ঈদ উপলক্ষে আজকে দুইশ’ টাকা ভাড়া দিতে হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঈদের ছুটি
- কর্মস্থলে ফেরত আসা