আইইউবির দুই শিক্ষার্থীর হাত ধরে এসেছে স্বর্ণপদক
যুক্তরাজ্যভিত্তিক প্রতিযোগিতাটির নাম ‘এফিসিয়েন্সি ফর এক্সেস ডিজাইন চ্যালেঞ্জ’। গত ২৩ জুন ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হলো এর গ্র্যান্ড ফিনালে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের ২২টি দেশের ১৫০ জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেন। সৌরশক্তি চালিত হিমাগারের মৌলিক নকশা উদ্ভাবন করে প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে ‘পার্মাফ্রস্ট’ নামের একটি দল। বাংলাদেশের জন্য সুখবর হলো চার সদস্যের এই দলের দুই শিক্ষার্থী বাংলাদেশি। তাঁরা হলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের সাদিক আবদাল ও তাশফিয়াহ তাহসিন। বাকি দুই সদস্য যুক্তরাজ্যের সিটি, ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থী আলী আহমেদ ও নূর বেন গায়েদ। যৌথভাবে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা প্রকল্পটির লক্ষ্য ছিল সৌরশক্তিকে কাজে লাগিয়ে এমন একটি হিমাগারের নকশা করা, যার মাধ্যমে প্রান্তিক কৃষকেরা তাঁদের উৎপাদিত দ্রুত পচনশীল পণ্যগুলো কম খরচে ও পরিবেশের ক্ষতি না করে সংরক্ষণ করতে পারবেন।
প্রকল্পের বিষয় জমা দেওয়ার পর নির্বাচিতদের প্রথমে একটি অনলাইন সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে ভিন্ন ভিন্ন দেশের প্রতিযোগীরা মিলে গঠন করেছেন একেকটি দল।
মুঠোফোনের ওপাশ থেকে উচ্ছ্বসিত সাদিক বললেন, ‘স্বর্ণপদক জিতে যাব, এতটা আশা করিনি। এতগুলো দেশের মধ্যে সেরা হওয়া, আমাদের জন্য এটা অনেক বড় অর্জন। সবচেয়ে বড় ব্যাপার হলো দেশের প্রান্তিক কৃষকদের জন্য আমাদের এই প্রকল্প সুফল বয়ে আনতে পারবে। যদিও এখনো এটা নকশা পর্যায়ে আছে, তবে বাস্তবায়ন নিয়ে আমরা কাজ শুরু করেছি। দিনের বেলায় সূর্যের তাপশক্তিকে কাজে লাগিয়ে উৎপন্ন হওয়া বিদ্যুৎ বরফ তৈরি করবে। রাতে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে হিমাগারের বরফকক্ষকে শীতল রাখা হবে। এভাবেই বরফ গলে পানি হলেও সেটা আবার জমে যাবে। পুরো প্রক্রিয়াতে ব্যাটারির ব্যবহার খুব নগণ্য। তাই হিমাগারটি একদিকে যেমন পরিবেশবান্ধব হবে, অন্যদিকে প্রচলিত হিমাগারগুলো থেকে খরচও হবে অনেক কম।’ সাদিক জানালেন, কৃষকেরা অনায়াসে এই হিমাগার ব্যবহার করতে পারবেন। সংরক্ষণ করা সম্ভব হবে আলুর মতো নানা ধরনের সবজি, মাছ, দুধ ইত্যাদি। এই হিমাগারকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়াও যাবে।