প্রায় ৪৭২ কোটি টাকার যে আর্জেন্টাইন আসছেন রোনালদোর সঙ্গী হতে
ম্যানচেস্টার ইউনাইটেডে এসেই দল মেরামত করার কাজে নেমে পড়েছেন নতুন কোচ এরিক টেন হাগ। কিছুদিন আগেই ডাচ্ লিগের দল ফেইনুর্দ থেকে দলে টেনেছেন লেফটব্যাক টায়রেল মালাসিয়াকে। বার্সেলোনা থেকে ডাচ্ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে দলে আনাও প্রায় পাকাই বলা চলে।
মাঝমাঠে মান বাড়াতে শুধু ডি ইয়ংই নয়, নিজের সাবেক ক্লাব আয়াক্স থেকে আর্জেন্টাইন আরেক মিডফিল্ডারকে দলে আনছেন টেন হাগ। তিনি লিসান্দ্রো মার্তিনেজ। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে আনতে ৪৭২ কোটি টাকা পর্যন্ত খরচ করতে রাজি রেড ডেভিলরা।
অবশ্য লিসান্দ্রো মার্তিনেজ মিডফিল্ডার না ডিফেন্ডার—এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। মূলত বাঁ পায়ের এই ডিফেন্ডার বল পায়ে এতটাই দক্ষ যে একাধিক পজিশনে খেলতে পারেন অনায়াসেই। সেন্টারব্যাক হিসেবে ক্যারিয়ার শুরু করা মার্তিনেজ খেলতে পারেন লেফটব্যাক পজিশনেও।
আবার গত মৌসুমে এই টেন হাগই বল পায়ে দক্ষতার জন্য তাঁকে রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলিয়েছেন। এমন এক সব্যসাচী খেলোয়াড়ের জন্য পাঁচ কোটি ইউরো তো খরচ করাই যায়!
- ট্যাগ:
- খেলা
- সঙ্গী
- মিডফিল্ডার
- ক্রিশ্চিয়ানো রোনালদো