কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শহীদুল কেন রিজওয়ানের মতো করলেন না?

যুগান্তর প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১৪:৫৮

এ মুহূর্তে ক্রিকেটবিশ্বের নজর বাংলাদেশের দিকে। ডোপ টেস্টে পজিটিভ হয়ে ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশি পেসার শহীদুল ইসলাম। যে খবর আন্তর্জাতিক সব গণমাধ্যমের শিরোনামে স্থান পেয়েছে।



এ বিষয়ে বিসিবির বক্তব্য— সাকিব আল হাসানের মতো ভুল করে নিষিদ্ধ হয়েছেন শহীদুল। এটি কোনো বলবর্ধক ওষুধ ছিল না। ওষুধ নেওয়ার বিষয়টি বোর্ড ও আইসিসির সংশ্লিষ্ট বিভাগকে আগে অবগত না করার মাসুল গুনলেন। সাকিব যেমন কোনো অন্যায় না করেও জুয়াড়ির কাছ থেকে প্রস্তাবের খবর বিসিবি বা আইসিসি দুর্নীতি দমন সংস্থাকে না জানিয়ে আইসিসির চোখে দোষী সাব্যস্ত হয়ে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন, ঠিক একই ঘটনা ঘটিয়েছে শহীদুল।


অর্থাৎ যে ওষুধটি তিনি সেবন করছিলেন তার বিষয়ে আগভাগে আইসিসিকে জানালে রক্ষা পেতেন শহীদুল। আরব আমিরাতে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ভুলটি করেননি পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।


বিশ্বকাপে আইসিসি কর্তৃক এক ‘নিষিদ্ধ ইনজেকশন’ নিয়ে খেলেছেন রিজওয়ান।  


অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে দুদিন আইসিইউতে শয্যাশায়ী ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও