জলঢাকায় সাংবাদিককের ওপর হামলা
ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানব কন্ঠের জলঢাকা উপজেলা সংবাদদাতা রাশেদুজ্জামান সুমন। জানা যায়, নীলফামারীর জলঢাকায় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হতে না পেরে সাইদার রহমান বুলুর ওপর হামলা চালায় পরাজিত প্রার্থী দুলাল হোসেন।
এসময় রাশেদুজ্জামান সুমন হামলার চিত্র ধারণ করেন। ঘটনার চিত্র ধারণ করায় দুলাল হোসেন সংবাদকর্মী সুমনের ওপর চড়াও হয়ে তার ওপরও হামলা করেন। এত গুরুতর আহত হয় সংবাদকর্মী রাশেদুজ্জামান সুমন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশেদুজ্জামান সুমন বলেন, ‘বৃহস্পতিবার বিকালে ডিমলা সড়কে জাতীয় পার্টির কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর পালিত হয়। অনুষ্ঠান শেষে অতর্কিত উপজেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলুর ওপর হামলা চালান পরাজিত প্রার্থী দুলাল হোসেন।
এ সময় আমি ছবি তুলতে গেলে আমার ওপরও হামলা চালান দুলাল। এতে আমার মাথা ফেটে যায়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং সেখান থেকে পরে রংপুরে স্থানান্তরিত করা হয় আমাদের।’ ঘটনাস্থলে থাকা জলঢাকা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স বলেন, সম্প্রতি জলঢাকা উপজেলা ও পৌর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।