খোলস ছেড়ে বের হচ্ছেন লিটন
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১১:৩৬
                        
                    
                নির্দিষ্ট করে বললে, সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর থেকেই তিনি একটু একটু খোলস ছেড়ে বের হচ্ছেন। দলের ভালো-মন্দে সরব হচ্ছেন। দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন টিম ডিরেক্টর খালেদ মাহমুদই একদিন বলেছিলেন, লিটনের মধ্যে পরিবর্তন আসছে। এখন তাঁর একটা নিজস্ব মতামত তৈরি হচ্ছে।
সেই ইতিবাচক প্রবণতা লিটন ধরে রেখেছেন চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। চেষ্টা করছেন নিজেকে বদলে পরের ধাপে যেতে। তিনি হয়তো সহ-অধিনায়ক শুধু টেস্ট দলেরই, কিন্তু ভেতরে নেতৃত্ববোধ থাকলে সেটা সীমানা মানবে কেন! দলের প্রয়োজনের মুহূর্তে নিজের মতটা অবচেতনেই চলে আসবে মুখে। ‘বড় ভাই’য়েরা কে কী ভাবেন ভেবে বাংলাদেশ দলে জুনিয়র ক্রিকেটাররা মতপ্রকাশের ক্ষেত্রে অনেক সময় অদৃশ্য একটা বাধা হয়তো অনুভব করেন, কিন্তু সেটা এমন নয় যে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারবেন না।