You have reached your daily news limit

Please log in to continue


টপলির রেকর্ড ৬ উইকেট, ১৪ জুলাই লর্ডসে ভারতকে উড়িয়ে দিল ইংল্যান্ড

১৪ জুলাই, লর্ডস। ইংল্যান্ডের জন্য বিশেষ এক দিন। ২০১৯ সালের ওই বিশ্বকাপ ফাইনালের কথা দিনভরই এল ঘুরেফিরে।

তিন বছর পর আরেকটি ওয়ানডেতে, ভিন্ন জার্সিতে, ভিন্ন অধিনায়কের অধীনে ২৪৬ রানে গুটিয়ে গিয়ে অবশ্য নিজেদের কাজটা কঠিন করে তুলেছিল আগের ম্যাচে ওভালে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া ইংল্যান্ড। তবে লন্ডনের অন্য ভেন্যুর ‘টু-পেসড’ উইকেটে বোলারদের জন্য ছিল সবসময়ই কিছু।

সেখানেই ইংল্যান্ড জ্বলে উঠল, বিশেষ করে জ্বলে উঠলেন রিস টপলি। এ বাঁহাতি পেসার মাত্র ২৪ রানে নিলেন ৬ উইকেট—ওয়ানডেতে কোনো ইংল্যান্ড বোলারের যেটি সেরা ফিগার। ফল—৩৮.৫ ওভারে ১৪৬ রানেই আটকে গেল ভারত। ওভালের বিভীষিকা ভুলে ১৪ জুলাই সেই লর্ডসে আরেকটি জয় পেল ইংল্যান্ড। এ ম্যাচে সুপার ওভার দূরে থাক, শেষ পর্যন্তও যেতে হলো না। ১০০ রানের জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনল তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন